রেল লাইনে ফাটল। তারই জের মঙ্গলবার সকালে বিঘ্নিত হয় শিয়ালদা দক্ষিণ শাখায় রেল পরিষেবা। রেল সূত্রে খবর, গড়িয়া স্টেশনের কাছে একটি ফাটল নজরে আসে। খবর পেয়েই, রেল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন।
এই সমস্যার ফলে শিয়ালদা দক্ষিণে মঙ্গলবার সকালের ৮টা ৩২-এর ক্যানিং থেকে শিয়ালদা মাতৃভূমি লোকাল সহ চার জোড়া লোকাল বাতিল করতে হয়। শিয়ালদা দক্ষিণ শাখায় ক্যানিংয়ের ট্রেন চলাচলও করে অনেকটাই দেরিতে। অন্যদিকে, রেলের তরফে থেকে এও জানা যাচ্ছে দক্ষিণ শাখায় গড়িয়াতে রেল লাইনের উপর গাছ পড়ে যাওয়ায় কারণেও ট্রেন চলাচল কিছুটা সময় ব্যাহত হয়। এর ফলে দক্ষিণ শাখার ক্যানিংয়ে ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা সময় পরে থেকেই ছাড়ে। যেমন, ক্যানিং থেকে সাতটা পঞ্চাশের ট্রেন আটটা কুড়িতে ছাড়ে। কাজের দিনের শুরুতেই লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। মাতৃভূমি লোকাল বাতিল হওয়ায় সবথেক বেশি সমস্যা হয় মহিলা নিত্যযাত্রীদের