‘সন্ত্রাস দমনে একসঙ্গে লড়তে হবে’, এসসিও সম্মেলনে বার্তা রাজনাথের

শুক্রবার দিল্লিতে শুরু হয়েছে এসসিও (SCO) সদস্যভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন। ভার্চুয়ালি সেখানে যোগ দেন পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী। তাঁর উপস্থিতিতেই সন্ত্রাসদমন প্রসঙ্গে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন রাজনাথ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে, এসসিও বৈঠকে এমনই বার্তা দিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

শুক্রবার বৈঠকের শুরুতেই সভাপতির ভাষণ দেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বলেন, ‘সন্ত্রাস দমন করতে গেলে সদস্য দেশগুলিকে একজোট হয়ে লড়াই করতে হবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন নিজেদের আদর্শ ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। এমনকী অর্থ সংগ্রহের জন্য সাধারণ মানুষের থেকে চাঁদাও তুলছে তারা। এসসিওকে যদি শক্তিশালী করে তুলতে হয়, তাহলে সমস্ত দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে।’

বৈঠকের পরে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘নিজেদের চিন্তাভাবনাগুলি সকলের সামনে তুলে ধরতে এসসিও এক আদর্শ মঞ্চ। সদস্য দেশগুলি কী ধরনের সমস্যার মধ্যে রয়েছে, তাও আলোচনা করা যায়। আগামী দিনের সমস্যা কীভাবে সমাধান করা যেতে পারে, সেই মতামত পেশ করা যায় এই মঞ্চে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 12 =