বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরানোর যে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে তা নিয়ে মুখ খোলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডঅভিষেক বন্দ্যোপাধ্যায়।এই মুহূর্তে তৃণমূলের জন সংযোগ যাত্রা কর্মসূচি নিয়ে জলপাইগুড়িতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি জানান, ‘হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে কোনও রায় আমার কাছে শিরোধার্য। ভারতের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রাখি। বিচারাধীন মামলা, তাই এই নিয়ে কিছু বলতে চাই না। আমরা চাই এই মামলায় যথাযথ তদন্ত হোক। তৃণমূল কংগ্রেসের কেউ যদি এই মামলায় দোষী সাব্যস্ত হয়, তবে উপযুক্ত শাস্তি হোক। দৃষ্টান্ত স্থাপন করে নজিরবিহীন শাস্তি দেওয়া হোক। দেশের সর্বোচ্চ আদালত এবং মাননীয় প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি।’
এদিকে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে কুণাল ঘোষ জানান, ‘আমরা প্রাথমিক খবর পেয়েছি। সুপ্রিম কোর্টের যে রায়, তার উপর আমরা কোনও মন্তব্য করছি না। কেউ যদি কোনও অন্যায় করে থাকেন, তাতে বিচারক বা বিচারপতি যা বলবেন, সেই রায়কে আমরা সম্মান করি। আমরা বিচারপতিকে সম্মান করি। কেউ অন্যায় করছে বিচারপতি তাঁকে যা খুশি শাস্তি দিন, যা খুশি তদন্তের নির্দেশ দিন, তৃণমূল সেটাকে আড়াল করেত যাবে না। কিন্তু, কোনও বিচারপতি যদি এক্তিয়ারের বাইরে গিয়ে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে রাজনৈতিক মন্তব্য করেন সেখানেই আমাদের আপত্তি ছিল। সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। এটা নিয়ে কোনও ভুল বোঝাবুঝি নেই।’