পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পানিহাটিতে বিজেপির বিক্ষোভ

ব্যারাকপুর : পানীয় জলের দাবিতে রবিবার পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষ নগরের বাসিন্দারা ব্যস্ততম সোদপুর-বারাসাত রোডের চণ্ডীতলা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান। জোর করে বিক্ষোভ তুলতে ঘোলা থানার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল বাকবিতন্ডা বেধে গিয়েছিল। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করেছিল।
পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে বিজেপির পানিহাটি মণ্ডল-১,২ ও ৩ এর পক্ষ থেকে বুধবার পানিহাটি পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। বিক্ষোভ সমাবেশের পর প্রতিনিধিরা পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে স্মারকলিপি জমা দেন। বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সী, বিজেপির মুখপাত্র শীলভদ্র দত্ত, বিজেপি নেতা জয় সাহা, কৌশিক চ্যাটার্জি-সহ অন্যান্য নেতৃবৃন্দ। অরিজিৎ বক্সী বলেন, ‘পানিহাটি পুরসভার ৮ থেকে ১২ এবং ২৪ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তীব্র জলকষ্টে ভুগছেন। ২৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগরের বাসিন্দারা পানীয় জলের দাবিতে বিক্ষোভ করায় লাঠিপেটা খেয়েছেন। খুব লজ্জাজনক ঘটনা।’ তাঁর হুঁশিয়ারি, ‘আগামী ১০ দিনের মধ্যে পানিহাটি পুর অঞ্চলে পানীয় জলের সমস্যা দূর করতে হবে। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =