বীরভূম থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধারের ঘটনায় বুধবার চার্জশিট জমা দিতে চলেছে এনআইএ।সূত্রে খবর, কলকাতায় বিশেষ এনআইএ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হবে। অর্থাৎ, ঘটনার ৯০ দিনের মধ্যেই চার্জশিট পেশ করা হচ্ছে। এদিকে সূত্রে খবর, এই চার্জশিটে ৪ অভিযুক্তের নাম থাকতে পারে।
প্রসঙ্গত, ২০২২-এর ৩০ জুন মহম্মদবাজারে পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর। বীরভূম জেলা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে রানিগঞ্জের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। পরে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। শুধু ডিটোনেটরই উদ্ধার নয়, এই তদন্তে নেমে জাল নোটেরও হদিশ পেয়েছিল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। কোথায় ওই বিস্ফোরক পাচারের ছক ছিল বা কী পরিকল্পনা ছিল বা তা জানার জন্য মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। এরপরই এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপান উতোর। এরপর ২৯ সেপ্টেম্বর রাজ্য পুলিশের এসটিএফ-এর হাত থেকে তদন্তভার হাতে নেয় এনআইএ।