বিহারের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক নিয়ে টুইটে বিরোধীদের বিঁধলেন শুভেন্দু

সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই বিহারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী সহ মমতাকে টুইটে আক্রমণকর করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। টুইটে বিহারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান, লোকসভা নির্বাচনে বিহারের ৪০টা সিটের মধ্যে কটা সিট তাঁরা তৃণমূলের জন্য ছেড়ে দিচ্ছেন। প্রশ্নের মাঝে তৃণমূল যে আর সর্বভারতীয় নেই তা নিয়েও কটাক্ষ করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। এরই পাশাপাশি তিনি প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও। সেখানেও তিনি একই ঢংয়ে প্রশ্ন করে জানতে চান, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ টি সিট রয়েছে। এই ৪২ টি সিটের মধ্যে কটা সিট জেডিইউ বা আরজেডিকে ছাড়া হচ্ছে তা নিয়েও। উত্তরে শুভেন্দু নিজেই জানান, একটিও নয়।
এরই পাশাপাশি শুভেন্দু এ প্রশ্নও তোলেন যে, তাঁদের এই কল্পিত জোট সাধারণ মানুষ বিশ্বাস করছেন কি না তা নিয়েও। পাশাপাশি এও জানান, আদতে নির্বাচনে আম-জনতাই তাঁদেরকে বোকা বানাবেন। সঙ্গে এও হুঁশিয়ারি দেন যে, বিজেপি এই দলগুলির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। তা সে একে-অপরের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতাতেই হোক বা জোট বেঁধেই হোক। এই প্রসঙ্গে এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর যে ভারতের জনগণের আস্থা রয়েছে তা বারবার প্রমাণিত হয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে বিরোধীদের সমূলে উৎপাটিত করবেন বলেও এদিনের এই টুইটে হুঁশিয়ারি দিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =