আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়, রবিবার এমই পূর্বাভাস দেওয়া হল আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে। এরই পাশাপাশি এও জানানো হয় যে, সব জেলাতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সর্তকতা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও।
এদিকে রবিবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সঙ্গে এও জানানো হয় যে, আগামী কয়েকদিন বৃষ্টির সঙ্গে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পরবর্তী দুদিনে কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে তারপর ফের বাড়তে পারে গরম। তবে বর্তমানে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে চলতি মাসের শেষ পর্যন্ত তাপপ্রবাহের আর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। মোটের ওপর নিম্নমুখী থাকবে তাপমাত্রার পারা।