কৌস্তভের বাড়িতে আগামী একমাস নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ, নির্দেশ বিচারপতি মান্থার

কৌস্তভ বাগচির বাড়িতে এক মাস নিরাপত্তা দেবে সিআইএসএফ, শুক্রবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। একইসঙ্গে বিচারপতি মান্থা এদিন এ নির্দেশও দেন, এক মাসের জন্য আপাতত এই নিরাপত্তা দেবে বাহিনী। তবে বিচারপতির পর্যবেক্ষণ, তবে কতদিন, কতজন জওয়ান এই নিরাপত্তা দেবেন, সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বাহিনীই নেবে।পাশাপাশি বিচারপতি মান্থা এও জানান, এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে থাকার ব্যবস্থা নিয়ে যে সমস্যা রয়েছে তা দেখতে হবে আবেদনকারীকেই।
প্রসঙ্গত, কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচির নিরাপত্তা সংক্রান্ত একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তিনি। এখানে আরও একটা ব্যাপার উল্লেখ করা শ্রেয় যে, গত ৩ মার্চ মধ্যরাতে আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে কোনওরকম নোটিস ছাড়াই পুলিশ হানা দেয়। ৪ মার্চ সকালে কৌস্তভকে গ্রেপ্তারও করা হয়। যদিও এর আট ঘণ্টার মধ্যে জামিনও পান তিনি। এরপরই আদালতের দ্বারস্থ হন কৌস্তভ। তাঁর বিরুদ্ধে চলা পুলিশি তদন্তে স্থগিতাদেশের পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া কোনও থানা কৌস্তভের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না বলেও নির্দেশ দেন বিচারপতি মান্থা। এদিকে গত মার্চেই পুলিশের এই অতি সক্রিয়তা সংক্রান্ত মামলায় কেন্দ্রের তরফে বলা হয়েছিল, সিআরপিএফ-নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। যদিও এদিন মামলাকারী আদালতে জানান, বিরোধী রাজনীতি করার কারণে শাসকদলের বিরাগভাজন তিনি। তাই তাঁর উপর হামলার আশঙ্কা থাকছে। এরপরই শুক্রবার বিচারপতি মান্থার নির্দেশ,আগামী একমাস সিআইএসএফ নিরাপত্তা দেবে কৌস্তভ বাগচিকে। এদিকে আদালত সূত্রে খবর, আগামী ১১ মে এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seven =