কাশ্মীরে সেনার ট্রাকে ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু ৫ জওয়ানের

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় সেনার ৫ জওয়ানের। বৃহস্পতিবার বিকেলে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের পুঞ্চ-জম্মু মহাসড়কের উপর আচমকা আগুন ধরে যায় ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে। এই ঘটনায় অন্তত ৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিভাগের জম্মুর জনসংযোগ আধিকারিক।

জানা গিয়েছে, বিজি সেক্টরের ভাট্টা ডুরিয়ান বনাঞ্চলের কাছে গাড়িটিতে আগুন লাগে। এর পিছনে কোনও নাশকতার ঘটনা আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুন লাগল, তা জানতে সেনা কর্তৃপক্ষের তদন্ত শুরু করেছে। সূত্রের অনুমান, ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা।

জানা গিয়েছে, একটি ট্রাকে চেপে যাচ্ছিলেন একদল জওয়ান। ভট্ট দুরিয়ান ফরেস্টের কাছে এসে হঠাৎই আগুন ধরে যায় সেনার (Indian Army) ট্রাকে। চলন্ত অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, কার্যত আগুনের গোলায় পরিণত হয়েছে সেনার ট্রাকটি। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে বলেও অনুমান।

যদিও সেনার ট্রাকে মোট কতজন ছিলেন তা জানা যায়নি। ফলে অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা কতখানি বাড়তে পারে, তা এখনও জানা যায়নি। তবে ঘটনার ভয়াবহতা দেখে অনুমান, মৃত্যু হতে পারে ট্রাকের সকল যাত্রীরই। শেষ খবর পাওয়া পর্যন্ত  উদ্ধারকাজ চলছে বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =