কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেপ্তার করল কলকাতা কাস্টমসের এক সুপারিনটেনড্যান্ট পদমার্যাদার আধিকারিককে। সিবিআই সূত্রে খবর, কাস্টমসের এই আধিকারিকের নাম পবন কুমার। একইসঙ্গে সিবিআই-এর তরফ থেকে কাস্টমস আধিকারিক পবন কুমারের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে যে, তিনি খিদিরপুর ডকে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন তাঁর মাল খালাসের জন্য।
সিবিআই সূত্রে আরও খবর, এক ব্যক্তির বেশ কিছু পণ্যা সামগ্রী চিন থেকে কলকাতায় আনা হচ্ছিল সমুদ্রপথে। আর এই পণ্য সামগ্রী তিনি খিদিরপুর ডক থেকে সংগ্রহ করতে যান। এই পন্যা সামগ্রী ছেড়ে দেওয়ার জন্য কলকাতা কাস্টমসের এই আধিকারিক তার কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করেন। এরপর তা নিয়ে দরাদরিও শুরু হয় দুজনের মধ্যে। অবশেষে তা এসে দাঁড়ায় ১ লাখে। তবে ওই ১ লাখ টাকা দেওয়াও সম্ভব নয় বলে শুল্ক বিভাগের আধিকারিককে জানান ওই ব্যক্তি। পরে তা এসে দাঁড়ায় ৫০ হাজারে। এই ঘটনায় সিবিআই-এর দ্বারস্থ হন ওই ব্যক্তি। সমগ্র ঘটনা জানানোর পর শুরু হয় তদন্ত। এরপরই গ্রেপ্তার করা হয় কলকাতা কাস্টমসের ওই আধিকারিককে। সিবিআই সূত্রে খবর, কলকাতা কাস্টমসের এই আধিকারিক আদতে বিহারের বাসিন্দা। দুটি ফ্ল্যাটও রয়েছে তাঁর। একটি কলকাতায় এবং অপরটি বিহারে। সেখানেও সিবিআই-এর তরফ থেকে শুরু হয় তল্লাশি।