দাবদাহে কলকাতা পুরসভার তরফ মিলবে অ্যাম্বুল্যান্স পরিষেবা

যে দাবদাহ চলছে কলকাতায় তাতে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। প্রয়োজনে যেতে হচ্ছে হাসপাতালেও। এমন এক পরিস্থিতিতে বিশেষ অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হল কলকাতা পুরসভার পক্ষ থেকে। কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, কলকাতার শহরের যে কোনও জায়গায় দাঁড়িয়ে ফোন করলেই দ্রুত সেখানে পৌঁছে যাবে পুরসভার অ্যাম্বুল্যান্স। পুরসভা সূত্রে জানানো হয়েছে, (০৩৩) ২২১৯-৭২০২ বা ২২৪১-১২২৫ নম্বরের যোগাযোগ করলেই অ্যাম্বুল্যান্স মিলবে পথ চলতি নাগরিকদের। পুরসভা সূত্রে খবর, প্রতি থানায় অ্যাম্বুল্যান্স রাখার ব্যবস্থা করা হয়েছে। থানাগুলির সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলবে পুর কর্তৃপক্ষ। থানাগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিকদের জন্য তৎক্ষণাৎ অ্যাম্বুল্যান্স-এর ব্যবস্থা করা হবে।
পাশাপাশি এও জানানো হয়েছে, স্থানীয় ট্রাফিক পুলিশের কাছে আবেদন জানানো হলেও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দেওয়া হবে।
পাশাপাশি তাপপ্রবাহ নিয়ে নাগরিকদের একাধিক বিষয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। কলকাতা পুরসভার তরফ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বেলা ১১টার পর থেকে বিকেল ৪টে অবধি সময়টা রাস্তায় না বের হতে। রাস্তায় বের হলে সঙ্গে ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহার করতে হবে। পা ঢাকা জুতো ব্যবহার করলে ভাল হয়। সঙ্গে হাল্কা, ঢিলাঢালা সুতির পোশাক পরার জন্য অনুরোধ করা হয়েছে। শরীরে অস্বস্তি হলে ওআরএস, সরবত, ফলের রস, লস্যি, লেবুর জল পান করা যেতে পারে। গর্ভবতী মহিলা, বয়স্কদের রোদ এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। যাঁদের অন্যান্য অসুখ রয়েছে তাঁদের দুপুরের সময় বাইরের বের হতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 12 =