কলকাতা মেট্রো রেলের তরফ থেকে মেট্রো রেল ভবনে পালিত হল ভারত রত্ন ড. বি আর আম্বেদকরের ১৩২ তম জন্মবার্ষিকী। ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে শুক্রবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এবং সকলকে ‘বিকশিত ভারত’ প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার জন্য শপথ নেওয়ার পরামর্শও দেন। এদিন কলকাতা মেট্রোর জিএম-এর পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরাও এদিন ড. বি আর আম্বেদকরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সবার জন্য সমান অধিকার রক্ষার অঙ্গীকারও করেন।