মাসখানেক বাদে কর্নাটকের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটারদের মন পেতে নিজেদের মতো করে একের পর এক প্রতিশ্রুতির বন্যা বইয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার অভিনব প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যে তাঁর দল জেডি(এস) ক্ষমতায় এলে মহিলাদের বিয়ের জন্য বিশেষ ভাতা চালু করা হবে। যে সব মেয়েরা কৃষকের সন্তানকে বিয়ে করবেন, তারা এককালীন দু’লক্ষ টাকা করে পাবেন। রাজ্যে কৃষকের ছেলেদের বিয়ে করা নিয়ে নাকি অনীহা তৈরি হয়েছে। সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জেডিএস নেতা।
উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে কুমারস্বামী বলেছেন, ‘আমি শুনেছি আমাদের রাজ্যে মেয়েরা কৃষক সন্তানদের বিয়ে করতে চাইছে না। কৃষকদের অপমান করা হচ্ছে। তাই কৃষক বাড়ির ছেলেদের সম্মান বাঁচাতে আমরা অভিনব সিদ্ধান্ত নিচ্ছি। জেডিএস ক্ষমতায় এলে সরকার সেইসব মেয়েদের এককালীন ২ লক্ষ টাকা করে দেবে যারা কৃষক সন্তানকে বিয়ে করবেন। এর ফলে পুরুষদের আত্মসম্মান বজায় থাকবে। কুমারস্বামীর ঘোষণা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।’