ঘর থেকে মন্ত্রীর জিনিস বের করে দিল হোটেল কর্তৃপক্ষ! ক্ষুব্ধ তেজপ্রতাপ

বারাণসী: তিনি লালু প্রসাদ যাদবের ছেলে। বিহারের মন্ত্রীও। তাঁরই জিনিসপত্র কিনা ঘর থেকে বের করে দেওয়ার ‘স্পর্ধা’ দেখাল হোটেল কর্তৃপক্ষ!
ঘটনাটি বারাণসীর। সেখানে হোটেলের ঘরে মালপত্র রেখে বেরিয়েছিলেন তেজপ্রতাপ। তিনি ফেরার আগেই ঘর থেকে মালপত্র সরিয়ে রিসেপশনে রেখে দিলেন কর্মীরা বলে অভিযোগ। গভীর রাতেই হোটেল ছাড়তে বাধ্য হলেন বিহারের মন্ত্রী তেজপ্রতাপ যাদব। থানায় অভিযোগ করেছেন লালুপ্রসাদ যাদবের ছেলে। এফআইআর দায়ের হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে। পুলিশ জানিয়েছে, হোটেলের কর্মীরা জানতেন না ওই ঘরে তেজপ্রতাপ ছিলেন। না জেনেই মালপত্র সরিয়ে দিয়েছেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) সন্তোষকুমার সিংহ বলেন, ‘সিগরা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ৬ এপ্রিল এক রাতের জন্য হোটেলে একটি ঘর বুক করেছিলেন তেজপ্রতাপ। পরের দিন ঘাটদর্শনে গিয়েছিলেন তিনি। ফিরে আসেন সন্ধ্যায়।’ এসিপি জানিয়েছেন, ৭ এপ্রিল হোটেলের ঘর যিনি বুক করেছিলেন, তিনি এসে উপস্থিত হন। তার পরেই হোটেলের কর্মীরা তেজপ্রতাপের মালপত্র সরাতে শুরু করেন। তিনি বলেন, ‘হোটেলের কর্মীরা জানতেন না, ওই মালপত্র তেজপ্রতাপের।’
সিগরা থানায় হোটেলকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তেজপ্রতাপের সহকারী মিশাল সিন্হাও। তিনি জানান, তেজপ্রতাপ এবং তাঁর নিরাপত্তায় মোতায়েন জওয়ানদের না জানিয়েই তাঁদের মালপত্র সরিয়ে দেন হোটেলের কর্মীরা। এক পুলিশকর্মী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হোটেলের ম্যানেজারও তেজপ্রতাপের জিনিসপত্র সরানোর কাজে হাত লাগিয়েছেন। সিগরা থানার পুলিশ আধিকারিক রাজু সিংহ জানিয়েছেন, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 20 =