রোগী মৃত্যুর জেরে ফের তাণ্ডব হাসপাতালে। সূত্রে খবর, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে রবিবার সকালে এম আর বাঙ্গুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাণ্ডব চালায় মৃতের পরিবারের সদস্য এবং পড়শিরা। সঙ্গে চিকিৎসকদের হেনস্তাও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পুলিশ। আটকও করে তাণ্ডবকারীদের। হাসপাতাল সূত্রে খবর, গত ৪ এপ্রিল ট্রেনের মাথায় চড়েছিল এক যুবক। ওভারহেড তারে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে পার্ক সার্কাসের কাছে ট্রেনের ছাদ থেকে পড়েও যান তিনি। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই হাসপাতালের তরফ থেকে জানানো হয়, ৫০ শতাংশ পুড়ে গিয়েছে ওই যুবকের দেহ। এরপর থেকে বাঙ্গুর হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। এরপর রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন যুবকের পরিবার ও পড়শিরা। শুরু হয় তাণ্ডব। উল্লেখ্য, চিকিৎসকদের হেনস্তা বা হাসপাতালে ভাঙচুর শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসনের তরফ থেক বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না এই ধরনের ঘটনা।