দুয়ারে সরকার ক্যাম্পে দিদির দূতকে কাছে পেয়ে অভিযোগ জানালেন স্থানীয়রা

দুয়ারে সরকার ক্যাম্পে দিদির দূতকে সামনে পেয়ে জাতিগত শংসাপত্র ও বার্ধক্য ভাতা, স্বাস্থ্য সাথী কার্ড না পেয়ে ক্ষোভ স্থানীয়দের। দুয়ারে সরকার ক্যাম্পে বারবার ফর্ম জমা দিয়েও মেলেনি তপশিলি জাতি শংসাপত্র, স্বাস্থ্য সাথী কার্ড,বার্ধক্য ভাতা। দিদির দূতকে এমনই অভিযোগ জানালেন স্থানিয় বাসিন্দারা। শনিবার বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ছিল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেখানে দিদির দূত হিসেবে এসেছেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। রণঘাট অঞ্চল হাইßুñলে চলছে দুয়ারে সরকার। বিশ্বজিৎ বাবু ßুñল পরিদর্শনে এসে দেখতে চলে যান পাশের দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে। সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে বেশ কয়েকজন মানুষ অভিযোগ করেন তারা ঠিক মতোন পরিষেবা পাচ্ছেন না। একাধিক ব্যক্তি জানিয়েছেন, তিন চার বার করে তারা বিভিন্ন ক্যাম্পে এসে ফর্ম জমা দিয়েছেন কেউ স্বাস্থ্য সাথী কার্ডে নাম তোলার জন্য ফর্ম জমা দিয়েছেন, কেউ বার্ধক্য ভাতার জন্য ফর্ম জমা দিয়েছেন, আবার কেউ তপশিলি শংসাপত্রের জন্য ফর্ম জমা দিয়েছেন। তাদের ফর্ম জমা নেওয়া হলে কি কারণে তারা পরিষেবা পাচ্ছেন না তাও তারা পরিষ্কারভাবে জানেন না। একাধিকবার ফর্ম জমা করলেও তাতে কোন লাভ হয়নি। অভিযোগ পরিষেবা মিলছে না। তাদেরকে আশ্বস্ত করলেন দিদির দূত বিশ্বজিৎ দাস। আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এই নিয়ে বাগদার বিজেপি নেতা শিশির দাস বলেন, সাধারণ মানুষ কোনও পরিষেবা পায় না তার প্রমাণ এই দূতরা গ্রামে গেলেই দেখা যায় মানুষের অভাব অভিযোগের কোনও শেষ নেই। এদিকে তৃণমূল এবং রাজ্য সরকার তারা বলছেন মানুষের পরিষেবা দিচ্ছেন তবে কি পরিষেবা পাচ্ছেন সেটা আপনারাই দেখতে পাচ্ছেন বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এর যোগ্য জবাব বাংলার মানুষ দিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 13 =