হাসপাতালে ভর্তি হলেন বাম নেতা সুজন চক্রবর্তী

কলকাতা: চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হলেন সিপিএমের রাজ্য সম্পাদক সুজন চক্রবর্তী। সূত্রের খবর, কোভিড পরবর্তী সমস্যা ছিলই। চেকআপের জন্য ভর্তি হয়েছেন সুজন। বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, সুজন চক্রবর্তীরও করোনা পরবর্তী বেশ কিছু শারীরিক সমস্যা থেকে গিয়েছে। যার চিকিৎসা চলছে। সূত্রের খবর, সেই কারণেই চেকআপের জন্য বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভরতি করা হয়েছে সুজন চক্রবর্তীকে। শুক্রবারই ছেড়ে দেওয়া হবে। কোভিড থেকে সেরে উঠলেও দীর্ঘদিন কাজকর্ম করতে গিয়ে হাঁপিয়ে উঠছিলেন তিনি। শ্বাসকষ্ট থেকে ওজন কমা, অনেক সমস্যাই দেখা গিয়েছিল। যদিও ধীরে ধীরে সেইসব কাটিয়ে আবারও ময়দানে নেমে কাজ শুরু করেন সুজনবাবু। তবে ইদানিং আবারও ঠান্ডা লাগে তাঁর। সঙ্গে কাশির বাড়বাড়ন্ত। সঙ্গে গলার সমস্যা। এদিন সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। যদিও পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + four =