হনুমান জয়ন্তীতে কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হল গাইড লাইন

হনুমান জয়ন্তীতে মিছিলের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে তৈরি করা হল গাইডলাইন। সূত্রে খবর, কলকাতা পুলিশের তৈরি করা এই গাইডলাইনে মোট ২৭ টি শর্ত দেওয়া হয়েছে। বুধবার হাইকোর্টে এমনাটই জানান, অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
এই গাইডলাইনে বলা হয়েছে, এবার থেকে শুধু মিছিলের অনুমতি দেওয়াই নয়, মিছিলের শুরু বা শেষের সময়, মিছিলে কতজন থাকবেন, সবটাই ঠিক করে দেবে পুলিশ। শুনানি চলাকালীন অ্যাডভোক্ট জেনারেল এও জানান, গাইডলাইন মেনে করতে হবে মিছিল। এজি-র বক্তব্য, ‘কলকাতা পুলিশের গাইডলাইনে বলা হয়েছে, মিছিলের ক্ষেত্রে যাঁরা আয়োজক, কিছু ঘটলে তাঁদেরই দায়িত্ব নিতে হবে। কোন রুটে যাবে মিছিল, কতজন থাকবে, সেটা পুলিশই ঠিক করবে। শুরু এবং শেষ হওয়ার সময়ও বলে দেওয়া হবে।‘
তবে পুলিশের এই গাইডলাইন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিরোধী শিবির থেকে। বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি এই প্রসঙ্গে বলেন, ‘ছাই ফেলতে ভাঙা কুলো সেই পুলিশ। পুলিশই যদি সব ঠিক করে দেবে, তারপরও দায়িত্ব উদ্যোক্তাদের কেন। কোন পথে মিছিল হবে, কতক্ষণ মিছিল হবে, সবটাই তো তারা ঠিক করে দিচ্ছে। পাশাপাশি এ প্রশ্নও তোলেন, ‘তারপরও ঝামেলা হবেই বা কেন?’ শুধু কলকাতা পুলিশ নয়, হনুমান জয়ন্তীর আগে বিশেষ অ্যাডভাইসারি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অশান্তি যাতে ছড়াতে না পারে সে দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে সব রাজ্যগুলিকে। এছাড়া শান্তিপূর্ণভাবে মিছিল করার কথাও বলেছে কেন্দ্র।
অন্যদিকে, এ রাজ্যে হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট আধাসামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর আগে বুধবার থেকেই এলাকায় পুলিশ যাতে রুট মার্চ করে, সেই নির্দেশও দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =