ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, ইদের বাজারে পুড়ে ছাই বহু দোকান

ফের বিধ্বংসী আগুন  বাংলাদেশের রাজধানী ঢাকাতে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবাজারে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ৫০ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নামে সেনাবাহিনীও। এলাকা জুড়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা স্পষ্ট করেননি দমকল কর্তৃপক্ষ।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজার এলাকায় আচমকা আগুন লাগে। এলাকায় দোকানপাট ছিল। সহজেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন পাঠায় দমকল। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ দমকলের তরফে জানানো হয়, বঙ্গবাজার এলাকায় মোট ৫০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।

বঙ্গবাজারের অন্ততপক্ষে ছয়টি মার্কেটে আগুন ধরে যায়। এর মধ্যে ২ হাজার ৯০০ টি দোকানই রয়েছে বঙ্গবাজার এলাকায়। প্রায় দেড় লক্ষ মানুষ সেখানে কাজ করে। বঙ্গবাজার অগ্নিকাণ্ডে মোট দমকল বাহিনীর ৫ সদস্য -সহ ১১ জন আহত হয়েছেন বলে খবর।

ইদের বাজার সাজানোর পণ্য মজুত করে রাখা ছিল প্রায় সব দোকানেই। তা হারিয়ে হাহাকার করছেন ব্যবসায়ীরা। অনেকে আগুন ছড়িয়ে পড়ার আগে যথাসম্ভব পণ্য নিরাপদে সরিয়ে নিয়ে যেতে পেরেছেন। আগুন নেভানোর কাজে দমকল বাহিনীর সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =