কেকেআরের কাছে খবর এসে পৌঁছেছে যে, শাকিব আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা এবং কিছু ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। লিটন নিয়ে কিছু এখনও জানা যায়নি। শাকিব যে কারণে আপাতত আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, লিটনেরও একই সমস্যা। শাকিব এবং লিটন- দু’জনেই এই মুহূর্তে বাংলাদেশের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে ব্যস্ত। প্রথমে ঠিক ছিল যে, শাকিব টেস্ট না খেলে সোজা চলে যাবেন মোহালি। যোগ দেবেন পাাঞ্জাব ম্যাচে। আর লিটন টেস্ট ম্যাচ খেলে ৯ এপ্রিল নাগাদ কলকাতায় আসবেন। কিন্তু শাকিব যেতে পারেননি মোহালি। তাঁকে বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফতোয়ায়। মনে করা হচ্ছিল, টেস্ট খেলেই হয়তো নাইট শিবিরে যোগ দেবেন দু’জনে। কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ অন্যরকম। কেকেআরে এখন খেলতে এলেও শাকিব-লিটনদের আবার ফিরে যেতে দেশের হয়ে খেলতে, এপ্রিল মাসের শেষ দিকে। আগামী ৪ মে থেকে ১৪ মে পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নামবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, সেই সিরিজেও খেলতে হবে দুই তারকাকেই। কারণ একজন অধিনায়ক, আর একজন সহ-অধিনায়ক। এর ফলেই অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়ে যায় শাকিব ও লিটনকে নিয়ে। প্রবল চাপে কেকেআর৷