রিষড়া: রাম নবমী নিয়ে অশান্তির পরদিনই, সোমবার রাতে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল হুগলির রিষড়ার পরিস্থিতি। এদিন রাতে চার নম্বর রেলগেট এলাকায় ব্যাপক বোমাবাজি হয়।ইট ছোড়াছুড়িও হয় বলে অভিযোগ। ঘটনার জেরে দাঁড়িয়ে পড়ে ট্রেন। ট্রেন লক্ষ্য করেও ইট, পাথর ছোড়া হয়েছে বলে সূত্রের খবর। প্রবল বোমাবাজির জেরে রিষড়ায় আটকে পড়ে ট্রেন। যাত্রীর আতঙ্কিত হয়ে পড়েন। জানলা, দরজা বন্ধ করে ভেতরে তাঁরা রয়েছেন বলে জানা গিয়েছে।
এদিকে, পুলিশের গাড়িত আগুন ধরিয়ে দেওয়ার মতো অভিযোগও উঠছে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় আসে বিশাল পুলিশ বাহিনী। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।যে এলাকায় ঘটনাটি ঘটেছে তার আশপাশেই কয়েকটি কারখানা রয়েছে। অশান্তির সময় একটি শিফটের কাজ শেষ হয়। সেখান থেকে বের হওয়া কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।
এদিকে বোমাবাজি অশান্তির জেরে চার নম্বর রেল গেট বন্ধ করা সম্ভব না হওয়ায় একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়। রাত ১০টার পর থেকে হাওড়া থেকে বর্ধামান মেন, ব্যান্ডেলগামী লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল সূত্রে খবর, দাঁড়িয়ে পড়ে একের পর এক দূরপাল্লার ট্রেন।পরিস্থিতি নিয়্ন্ত্রণে এনে যাতে ট্রেন চলাচল শুরু করা যায় সেই চেষ্টা চলছে। সূত্রের খবর, প্রবল বোমাবাজির জেরে ৪ নম্বর রেলগেট ও কাছে থাকা সিগন্যাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার সন্ধে থেকে দফায় দফায় রিষড়ার বাঙ্গুরপার্ক, মৈত্রীপথ, সন্ধ্যাবাজার-সহ একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। রবিবার রাত থেকেই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিনও রাতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়নি। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। চলছে টহলদারি। তবে এদিন কেন গন্ডগোল শুরু হল তা স্পষ্ট হয়নি। রিষড়ার বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে।