রিষড়ার ঘটনার পর বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে রাজ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি, এমনটাই খবর বঙ্গের স্যাফ্রন ব্রিগেড সূত্রে। এরই পাশাাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ওই চিঠিতে বিস্ফোরক অভিযোগও করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অমিত শাহকে লেখা চিঠিটি টুইটও করেছেন সুকান্ত মজুমদার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে বিজেপি রাজ্য সভাপতি ওই চিঠিতে জানিয়েছেন, বাংলার পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। চিঠিতে তিনি শুধু হাওড়া শিবপুর নয়, ডালখোলার অশান্তির প্রসঙ্গ টেনে এনেছেন। রিষড়ার ঘটনা উল্লেখ করে পুলিশের ভূমিকার ব্যাপক সমালোচনা করে তিনি লেখেন, ‘রবিবার, ২ এপ্রিল সাংসদ এবং বিজেপি সর্বভারতীয় সহ সভাপতির নেতৃত্বে রিষড়ায় শুরু হয় মিছিল। সেই মিছিলেই রাম ভক্তদের লক্ষ্য করে ছোড়া হয় ইট। তাদের বাইক ও বাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ সেখানে শুধু নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল আর দুবৃত্তরা তাণ্ডব চালিয়ে যাচ্ছিল।’ এখানেই শেষ নয়, রিষড়ার অশান্তি ছাড়াও সুকান্ত মজুমদার চিঠিতে শনিবার হাইওয়ে খুন হওয়া কয়লা মাফিয়ার প্রসঙ্গেও সরব হতে দেখা যায়। এই প্রসঙ্গে ওই চিঠিতে তিনি লেখেন, ‘কয়লা ব্যবসায়ী রাজু ঝা যাকে ইডি কয়লা পাচার মামলায় তলব করেছিল, তাঁকে শনিবার বর্ধমান জেলার শক্তিগড়ে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারা হয়। এই সমস্ত ঘটনার দিকে নজর রেখে বলছি পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে সাধারণের মানুষের সুরক্ষার খাতিরে আপনার কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি।’