বেআইনি বিস্ফোরকের ব্যবসায় এনআইএ-র হাতে গ্রেপ্তার বীরভূমের মুরারই-এর যুবক

বেআইনি বিস্ফোরকের ব্যবসা করার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ র হাতে গ্রেপ্তার হল বীরভূমের এক যুবক। এনআইএ সূত্রে খবর, ধৃতের নাম মীর মহম্মদ নুরুজ্জামান নামে এক যুবক। শুক্রবার তাকে কলকাতার বিকাশ ভবন থেকে গ্রেপ্তার করে এনআইএ । মীর মহম্মদ নুরুজ্জামানের বাড়ি বীরভূমের মুরারই থানার ঢিল ছোঁড়া দূরত্বে। সূত্রে খবর, বিকাশভবনে একটি বেসরকারি কমপিউটার সংস্থার হয়ে কাজ করত এই নুরুজ্জামান।
শনিবার বীরভূমের মুরারইয়ের নুরুজ্জমানানের বাড়ি গিয়ে দেখা যায় বাড়ি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, ২০০৭ সালে মুরারই কবি নজরুল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করে বি টেক পড়াশোনা করতে নুরুজ্জামান মুরারই থেকে কলকাতায় যান। তখন থেকেই কলকাতাতেই থাকতে শুরু করেন তিনি। তবে মাঝে মধ্যে বীরভূমের মুরারই-এর বাড়িতে আসতেন। স্থানীয় সূত্রে এ খবরও মিলেছে, রামপুরহাটের ভাঁড়শালাপাড়ার এক ফার্টিলাইজার ব্যবসায়ীর মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। এই ব্যবসায়ীর অ্যামোনিয়া নাইট্রেট এর ব্যবসা ছিল। পরে সেই ব্যবসা মীর মহম্মদ নুরুজ্জামানের নামে লাইসেন্স হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + seventeen =