শুক্রবার থেকে শুরু আইপিএল

শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল। টানা ২ মাস ধরে চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিনোদনে ভরা আইপিএল-১৬-র উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে শুক্রবার মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিং চেন্নাই সুপার কিংস। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত এবার প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। অন্যদিকে ধোনির সিএসকে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করবে। গত মরসুমে প্রথম বার আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ হয়েছিল গুজরাতের। আইপিএল-এর অভিষেকেই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে এসেছিলেন হার্দিকের দলের। অন্যদিকে গত মরসুমটা ভালো কাটেনি সিএসকের। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিৎ সিং। তাঁর সঙ্গে থাকবেন তামান্না ভাটিয়া। রশ্মিকা মন্ধানাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি পারফর্ম করবেন কি না তা জানা যায়নি।
২০১৮ সালে শেষবার আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এরপর কোভিডের কারণে ভারতের মাটিতে আয়োজন করা হয়নি আপিএলের। এরমধ্যে ২ বার আইপিএল হয় বিদেশের মাটিতে। সব বাধা কাটিয়ে অবশেষে ২০১৮ সালের পর এবার ফের আইপিএল পুরোদমে শুরু হতে চলেছে। হোম ও অ্য়াওয়ে ফর্ম্যাটে হবে এই টুর্নামেন্ট। তাই এবার পুরনো রূপে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে চাইছে বিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fourteen =