কংগ্রেস নেতা রাহুলকে পাপ্পু নামে ডাকাকে মোটেই ভাল চোখে দেখছেন না বোন প্রিয়াঙ্কা। পাপ্পু বলে ডাকা আদতে রাহুলকে অপমানের সামিল বলেই মনে করেন তিনি। আর সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদ্ধ করে তিনি জানান, ‘আমার দাদা হার্ভার্ড আর কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা পেয়েছে। অথচ ওরা আমার দাদাকে পাপ্পু বলে। কিন্তু এবার ওরা ভালই টের পেয়েছে রাহুল পাপ্পু নয়, মানুষের সমস্যা বোঝে। তাই রাহুলকে বেকায়দায় ফেলতে চাইছে।’ সঙ্গে এও মনে করিয়ে দেন, ‘গণতন্ত্রের অর্থ হল প্রশ্ন করার অধিকার। সেটাই বর্তমান সরকার ছিনিয়ে নিয়েছে। উলটে মিথ্যে রটানো হচ্ছে।’ এরই পাশাপাশি দেশের গণতন্ত্রকে বাঁচাতে কংগ্রেস যে লড়াই চালিয়ে যাবে সেকথাও মনে করিয়ে দেন প্রিয়াঙ্কা।
রাহুল গান্ধির সদস্যপদ খারিজ হতেই রবিবার প্রতিবাদের মঞ্চ থেকে ফুঁসে উঠতে দেখা গেল বোন প্রিয়াঙ্কাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন ‘কাপুরুষ’ ‘স্বৈরাচারী’ ও ‘অহংকারী’ বলেও। একইসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘ক্ষমতা থাকলে বিজেপি সরকার তাঁকে জেলে নিয়ে যাক।’
প্রসঙ্গত, মোদি পদবি নিয়ে মানহানি মামলায় দু’বছরের জেলের সাজা হতেই রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এর প্রতিবাদে রবিবার দিল্লিতে রাজঘাটে সত্যাগ্রহর ডাকও দেয় কংগ্রেস। রবিবারের এই প্রতিবাদ মঞ্চ থেকে প্রিয়াঙ্কা মোদির বিরুদ্ধে তোপ দেগে জানান, ‘ক্ষমতার পিছনে লুকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী।’ পাশাপাশি এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক আদানি প্রসঙ্গ টেনে তুলে জানতে চান, ‘সরকার শুধু একজন শিল্পপতিকেই বাঁচানোর চেষ্টা করছে। কে এই আদানি? কেন তাঁকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে?’ এরই রেশ ধরে প্রিয়াঙ্কা এদিন এও বলেন, এই ইস্যুতে রাহুল গান্ধি প্রশ্ন তুলতে চাওয়ায় তাঁর কণ্ঠরোধ করা হয়েছে। পাশাপাশি এও বলেন, ‘সরকারের কাছে কোনও উত্তর নেই। নজর ঘোরাতে তাই রাহুল গান্ধিকে নিশানা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।’
এর পাশাপাশি ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির উল্লেখ করে এদিন প্রিয়াঙ্কা এও বলেন, ‘স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণকে এক জোট করতে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছেন রাহুল গান্ধি। তাঁর এই কর্মসূচিতে পা মিলিয়েছেন লাখ লাখ মানুষ। অথচ অভিযোগ তোলা হল, তিনিই নাকি বিদেশে গিয়ে ভারতের অপমান করেছেন।’ আর এখানেই প্রয়াহ্কার প্রশ্ন, ‘রাহুল কি কখনও ভারতের অপমান করতে পারেন?’ এই রেশ টেনে প্রিয়াঙ্কা এদিন এও বলেন, ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচিতে বিজেপি রীতিমতো ভয় পেয়েছে। এরই রেশ ধরে প্রিয়াঙ্কার হুঙ্কার, ‘স্বাধীনতার জন্য লড়াই করেছে কংগ্রেস। এবার স্বাধীনতা পেতে লড়াই করব আমরা। রাহুল গান্ধির ভাষায় বলছি, ভয় পেও না, একজোট হও।’