মোহনবাগানের পেনাল্টি নষ্ট, জুনিয়র ডার্বি অমীমাংসিত

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দেখা হওয়া মানেই যেন এক যুদ্ধের পরিস্থিতি৷ উত্তেজনার পারদ থাকে তুঙ্গে৷ বৃহস্পতিবার রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে দুই প্রধানের ছোটদের খেলাকে কেন্দ্র করে একই রকম উত্তেজনা ছিল। ছিল আবেগের বিস্ফোরণও।বৃহস্পতিবার ইস্ট-মোহনের ছোটদের খেলা গোলশূন্য ভাবে শেষ হল। নৈহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ডার্বিতে লাল-হলুদের গোলকিপার আদিত্য পাত্র ম্যাচের সেরা নির্বাচিত হন। একাধিক বার দলকে বাঁচান আদিত্য। দিনকয়েক আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এদিন ভাইদের বড় ম্যাচ দেখতে নৈহাটী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিরি, জনি কাউকোর মতো খেলোয়াড়রা। ম্যাচ ঢলে পড়ে ড্রয়ের কোলে। যদিও মোহনবাগান গোল করার মতো সুযোগ পেয়েছিল। খেলার শেষের দিকে পেনাল্টিও পেয়েছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু এক ম্যাচের সাসপেনশন কাটিয়ে ফেরা আদিত্য হামতের শট শরীর ছুঁড়ে বাঁচান। ফিরতি শটেও দলকে বাঁচান তিনি। আরও দু-একবার ইস্টবেঙ্গলের গোলমুখে আক্রমণ শানিয়েছিল মোহনবাগান।ইস্টবেঙ্গলও চেষ্টা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =