নিয়োগ সব কালীঘাট দিচ্ছে, বাকিরা তো চুনোপুঁটি, দাবি সিটু নেত্রী গার্গীর

ব্যারাকপুর: ‘নিয়োগ সব কালীঘাট দিচ্ছে। বাকিরা তো চুনোপুঁটি।’ বুধবার এমনটাই দাবি করলেন সিটুর উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। এদিন বিকেলে নিয়োগ-সহ সর্বস্তরে তৃণমূলের দুর্নীতি ও পুর পরিষেবার বেহাল দশার প্রতিবাদে পানিহাটি বামফ্রন্টের তরফে মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী। প্রতিবাদী মিছিল সোদপুর সরকারি আবাসনের কাছ থেকে শুরু হয়ে বিটি রোড ধরে পানিহাটি পুরসভার সামনে গিয়ে শেষ হয়। ™ানিহাটি পুরসভার সামনে বিক্ষোভ দেখান বামেরা।সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, ‘পুরসভাগুলোতে টাকার বিনিময়ে চাকরি হয়েছে। চোরেরা যাতে পুরসভায় বেশিদিন না থাকে, সেটাই বলতে এসেছি।’ গার্গীর দাবি, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তাদের স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি। আর শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু এখন তৃণমূলের স্লোগান, চুরি আমাদের ভিত্তি। ডাকাতি আমাদের ভবিষ্যৎ।
যদিও পানিহাটি পুরসভায় নিয়োগে দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। তাঁর পাল্টা দাবি, ২০১৩ সালের পর থেকে একজনেরও পানিহাটি পুরসভায় চাকরি হয়নি। তা¥র অভিযোগ, সিপিএম তো পুরসভাটাকে লুটেপুটে খেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 11 =