ব্যারাকপুর: কল্যাণী এইমসে চাকরি দেবার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুলিশের জালে এক ব্যক্তি। ধৃতের নাম রঞ্জিতপ্রসাদ সাউ। কয়েকজন যুবক শুক্রবার রাতে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ওইদিন কাঁকিনাড়ার ১৫ নম্বর গলি থেকে রঞ্জিতপ্রসাদ সাউকে গ্রেপ্তার করেছে। ভাটপাড়া থানার মাদ্রাল সুভাষনগর গভর্মেন্ট কলোনির বসিন্দা কমল দাস জানান, নারায়নপুর পোস্ট অফিস মোড়ে চায়ের দোকানে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল। কোর সিকিউরিটি এন্ড ভিজিলেন্স নামক একটি সংস্থার মাধ্যমে ১৫ বছরের চুক্তিতে কল্যাণী এইমসে ‘ওয়ার্ড এটেনন্ডেন্ট’ পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। ইউনিফর্ম বাবদ ওই ব্যক্তি ৪২০০ টাকা নিয়েছিলেন। কমলের অভিযোগ, উনি একটা জয়েনিং লেটার ইস্যুও করেছিলেন। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে যোগ দেওয়র দিনক্ষণ ক্রমাগত পিছিয়ে দিচ্ছিলেন ওই ব্যক্তি। একটা সময়ের পর তাঁর সন্দেহ দৃঢ় হয়। কমলের দাবি, মাদ্রাল, রথতলা, নারায়নপুর এলাকা থেকে ৩০ জনের বেশি যুবক প্রতারিত হয়েছেন। তাছাড়া পাশ্ববর্তী শ্যামনগর ও কাঁকিনাড়া থেকেও অনেকে প্রতারিত হয়েছেন। ধৃতের উপযুক্ত শাস্তির দাবি করেছেন প্রতারিত চাকরি প্রার্থীরা।