বেহালা থেকে বকখালি, ১০০ কিমি রাস্তা দখলমুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘রাস্তার ধারের সব সরকারি জমি দখল উচ্ছেদ করতে হবে।’ দখলদার উচ্ছেদ নিয়ে কলকাতা হাইকোর্ট শুক্রবার এমনই এক গুরুত্বপূর্ণ রায় শোনালেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কারণ, বেহালা থেকে বকখালি, দক্ষিণ ২৪ পরগনার প্রায় ১০০ কিলোমিটার রাস্তার দুপাশ জুড়ে রয়েছে বেআইনি দখলদাররা। এবার এই বেআইনি দখলদারদের উচ্ছেদের নির্দেশ দিল আদালত। শুক্রবার বিচারপতি মান্থার নির্দেশ, ‘ওই ‘ শুধু তাই নয়, ডায়মন্ড হারবারের কুলপি লাগোয়া করণজলি বাজার এলাকায় বেআইনি দখল উচ্ছেদের মামলায় নির্দেশ কার্যকর না হওয়ায় বিচারপতি রাজাশেখর মান্থাকে এদিন প্রবল ক্ষোভ প্রকাশ করে রাজ্য পূর্ত দফতরের অফিসারদের তীব্র ভর্ৎসনা করতেও দেখা যায়।
বিচারপতি এই প্রসঙ্গে এদিন জানান, জেলাশাসক গোটা ঘটনার তদন্ত করবেন এবং এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন আদালতে। পাশাপাশি বর্তমান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও নির্দেশ দেন, ২৯ মার্চের মধ্যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করে ৩১ মার্চ আদালতে এসে তা জানাতে হবে। এদিন মামলার শুনানির সময় বিচারপতি রাজাশেখর মান্থা পূর্ত দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্য করে এমনও বলেন, ‘পাবলিক ল্যান্ড দখল করে বসে রয়েছে দখলদাররা। পূর্ত দফতরের জন্য দখলদাররা সুবিধা পেয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে আপনারা দখলদারদের সুবিধা পাইয়ে দিচ্ছেন। আপনারা বুঝিয়ে দিয়েছেন, আপনারাই বিষ্ণুর অবতার। তাই দুষ্কৃতীরা আপনাদের পিছন পিছন ঘোরে।’ সেই সঙ্গে বিচারপতি আরও বলেন, ‘এত অপরাধ, দুর্নীতি দেখতে দেখতে মানুষ হতাশ ও বিদ্ধস্ত হয়ে পড়ছে। আপনাদের হাতে সরকারি জমি রক্ষার দায়িত্ব। অথচ বুদ্ধিমত্তার সঙ্গে আপনারা দখলদারদের সুযোগ দিতে অঙ্ক কষে নির্দেশ কার্যকর করতে দেরি করছেন। এটাও দুর্নীতিকে মদত দেওয়া।’ একইসঙ্গে এদিন আদালত এও বলে, শীঘ্র এই নির্দেশ পালন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 6 =