ব্যারাকপুর : গ্রেপ্তারির ভয়ে অনুব্রত মন্ডল হাজিরা এড়িয়ে যাচ্ছেন। শনিবার সন্ধেতে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে ফের বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে তলব করেছে সিবিআই। আগামী ৬ এপ্রিল নিজাম প্যালেসে অনুব্রত মন্ডলকে হাজিরা দিতে হবে।
অনুব্রত প্রসঙ্গে এদিন সাংসদ অর্জুন সিং বলেন, ওনি তো তদন্তে সহযোগিতার কথা বলছেন। তবে নবান্নের নির্দেশ মতো যা বলার বলছেন। আসলে দিদির সাধের কেষ্ট ভয় পেয়ে গিয়েছেন। তাই নানান কৌশলে হাজিরা এড়ানোর চেষ্টা করছেন। উল্লেখ্য, এদিন ৬০ বছরে পা রাখলেন ব্যারাকপুর কেন্দ্রের লড়াকু সাংসদ অর্জুন সিং। এদিন সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকরা তাদের প্রিয় সাংসদকে শুভেচ্ছা জানাতে মজদুর ভবনে ভিড় জমিয়েছিলেন।
জন্মদিনে তাঁর বার্তা, ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়ন করা উচিত। হিংসা দূরে সরিয়ে মানুষ মানুষকে ভালো বাসুক, এটাই চাই। কিন্তু বাংলায় দলের লোকের হাতেই দলের লোক খুন হচ্ছেন। রামপুরহাটে ১২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এক সপ্তাহে ২৬ জন খুন হয়েছেন। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করে ভোট হলে বিজেপির জয় নিশ্চিত। কিন্তু শুনছি ৬০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাহলে ৪০ শতাংশ বুথ তো লুঠ হয়ে যাবে।