মহারাষ্ট্রে ফের শুরু কৃষকদের ‘লং মার্চ’

মহারাষ্ট্রে ফের সিপিএমের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার (All Indian Kishan Sabha) ব্যানারে শুরু হয়েছে লং মার্চ। মোট ১৭ দফা দাবিতে নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশে হাঁটা শুরু করেছেন হাজার হাজার কৃষক। উল্লেখ্য, ২০১৮ সালে এই একই দাবিগুলোকে সামনে রেখে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বই পর্যন্ত লং মার্চ করেছিলেন প্রায় ৫০ হাজার কৃষক। সেসময় তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ (Devendra Fadanbis) কৃষক নেতাদের প্রতিশ্রুতি দেন ৬ মাসের মধ্যে তাঁদের দাবি মেনে নেওয়া হবে। লিখিতভাবে কৃষক নেতাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু কৃষকদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির পর পাঁচ বছর পেরিয়ে গেলেও অধিকাংশ দাবিই এখনও পূরণ হয়নি। সেকারণেই ফের এই মিছিলের ডাক।

কৃষিঋণ মকুব, ভূমিহীন আদিবাসীদের জঙ্গলের জমির পাট্টা, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, সেচের সুবিধা এবং কৃষকদের পেনশন চালু-সহ মোট ১৭ দফা দাবিতে কৃষকদের এই লং মার্চ শুরু হয়েছে নাসিক থেকে। রাজধানী মুম্বইয়ে গিয়ে রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে একযোগে বিক্ষোভ দেখাবেন কৃষকরা। অল ইন্ডিয়া কিষাণ সভার দাবি, ইতিমধ্যেই অন্তত হাজার দশেক কৃষক তাদের লং মার্চে (Long March) শামিল হয়েছেন। মিছিল যত মুম্বইয়ের দিকে এগোবে তত বহরে বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =