চাকরি বিক্রির টাকা কোথায় তা জানতে কুন্তল জায়াকে তলব ইডি-র

চাকরি বিক্রির এই বিপুল অঙ্কের টাকার হদিশ পেতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে কুন্তলের স্ত্রী। কারণ, কুন্তল ঘোষের বিরুদ্ধে সরাসরি টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। আবার কারও কারও কাছ থেকে টাকা নিয়েছেন, অথচ চাকরি দেওয়া হয়নি, এমন অভিযোগও সামনে এসেছে। এবার এই টাকা কার কাছে গেছে বা কোথায় গেছে তার খোঁজ পেতে চান ইডি-র আধিকারিকেরা। একইসঙ্গে জানার চেষ্টা চলছে, কার অঙ্গুলিহেলনে চলত এই চক্র সে ব্যাপারেও। এমন সব প্রশ্নের উত্তর পেতে তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে সেই কারণে কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষকে প্রশ্ন করে নিয়োগ দুর্নীতির আরও গভীরে পৌঁছতে চাইছে ইডি। ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক লেনদেন সহ বেশ কিছু নথি নিয়ে বুধবারই জয়শ্রীকে হাজিরা দিতে বলা হয়েছে ইডি দফতরে। তাঁকে স্ত্রীকে তলব করে ইস্যু করা হয়েছে এক নোটিসও।

এর আগে তাপস মণ্ডল সম্পর্কে মুখ খুলেছিলেন কুন্তল জায়া জয়শ্রী। তিনি দাবি করেছিলেন, কুন্তলকে গ্রেপ্তার করার আগে তাঁদের যে ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি, সেই ফ্ল্যাটে নাকি দিনের পর দিন থাকতেন তাপস মণ্ডল। বিশেষত লকডাউনের সময় ওই ফ্ল্যাটে থেকে তাপস তাঁর কাজকর্ম চালাতেন বলেও দাবি করেছিলেন কুন্তলের স্ত্রী। ইডি-কে সে বিষয়ে তদন্ত করার আর্জিও জানিয়েছিলেন তিনি। আর সেই কারণে ইডি-র তদন্তকারীদের ধারনা, জয়শ্রীকে জিজ্ঞাসাবাদ করলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আর তথ্য হাতে পেলে তদন্তে আরও গতি আসবে।

উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূল থেকে বহিষ্কার করা হয় কুন্তল ঘোষকে। দলের যুবনেতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। কুন্তল চাকরি বিক্রির টাকা সাদা করতে এনজিও-তে, সিনেমা প্রযোজনায় ব্যবহার করতেন, এমনটাও উঠে এসেছে গোয়েন্দাদের তদন্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =