বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সুন্দরবন এলাকায় ৷ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। পাশাপাশি এও জানানো হয়েছে, বুধবার থেকে ভালমতোই ঝড়-বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যে। সপ্তাহভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। কারণ, হিসেবে বলা হয়েছে, পূবালি ও পশ্চিমী বাতাসের সংস্পর্শে এমন আবহাওয়ার বদল ঘটতে চলেছে রাজ্যে। ঝড় ও বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে রয়েছে কলকাতাতেও।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ২৯ শতাংশ। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকেই আবাহাওয়ার বদল ঘটেছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি আর হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস হিসেবে জানানো হয়েছে, বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় শিলাবৃষ্টির কথাও। মঙ্গলবার ও বুধবার এই দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে এই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। এরপর বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে রয়েছে। কোথাও কোথাও হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
এদিকে দক্ষিণবঙ্গে আজ, বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বলতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে। এরপর শনিবার থেকে সোমবার পর্যন্ত এই দুর্যোগ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে ৷ একই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে।