শীতলা পুজোকে কেন্দ্র করে ঝামেলা বেলেঘাটায়

শীতলা পুজোকে কেন্দ্র করে ঝামেলার ঘটনা বেলঘাটায় দুই বস্তির মধ্যে। স্থানীয় সূত্রে খবর, বেলাঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের দুই বস্তির মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আহতও হন বেশ কয়েকজন। বেলেঘাটায় এই সময় নানা এলাকায় চলে শীতলা পুজো। এই পুজো এখানকার বাসিন্দাদের সমাজজীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবেই জড়িয়ে। সেই রীতি মেনেই ফি-বছরের মতো এবারও মঙ্গলবার এই পুজোর আয়োজন করেছিলেন ৯৫ নম্বর বস্তির বাসিন্দারা। অভিযোগ, পুজো চলাকালীন পাশের বস্তির লোকজনেরা অতর্কিতে এসে হামলা চালায় তাঁদের ওপর। এরপরই শুরু হয় ঝামেলা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, বেলেঘাটা ৩৩ নম্বর ওয়ার্ডের দু’টি বস্তি রয়েছে। ৯৫ নম্বর বস্তি বং ৯১ নম্বর বস্তি। এই দুই বস্তিতেই শীতলা পুজো হচ্ছিল। মঙ্গলবার মধ্যরাতে ৯৫ নম্বর বস্তির বাসিন্দারা অভিযোগ করেন, ৯১ নম্বর বস্তির লোকজন পুজো চলাকানীন তাঁদের উপর হামলা চালিয়েছে। তাঁদের ঘরবাড়ি ভেঙে দেয়। জানতে চায় কেন পুজো করছেন তাঁরা। এরপরই এলাকার যুবকদের সঙ্গে দু’পক্ষের বচসা-ঝামেলা মারামারি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এতটাই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা যে পুলিশ আসতে তাঁদের দিকেও ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। তার জেরে দু’জন পুলিশ কর্মী আহতও হন। এরপর দুই গোষ্ঠী থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘ওরা প্রতিবার ঝামেলা করেন। আমরা দাঁড়িয়ে আছি। পুলিশ এসে আমাদেরই তুলে নিয়ে যাচ্ছে। পাড়ার পুজো নিয়ে ঝামেলা। আর কিছুই না। আমাদের প্রচুর মারধর করেছে। আমাদের পাড়ায় পুজোয় আনন্দ হয় সেইটাই ওদের সমস্যা। গান চালানো হয়েছিল। ওরা বলল আওয়াজ কমান। আমরা কমিয়েও দিলাম। এরপরও এই ঘটনা।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =