নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে জমি রক্ষার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো মানুষদের স্মরণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে সিপিআইএমের হার্মাদ বাহিনীর নির্মম অত্যাচারের ফলে নিহত সকল শহিদদের স্মৃতির উদেশে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম’।
প্রসঙ্গত, ৩৪ বছরের বাম জমানার একেবারে শেষের দিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন ১৪ জন গ্রামবাসী। ২০০৭ সালে ১৪ মার্চ সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পরের বছর ২০০৮ সাল থেকেই এই দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। রাজ্যে পালাবদলের পরেও জমি আন্দোলনে শহিদদের স্মৃতিতে প্রতিবছর ১৪ মার্চ তৃণমূল কংগ্রেস শহিদ দিবস উদযাপন করে। মঙ্গলবারও নন্দীগ্রামে শহিদ স্মরণ কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তার মাঝে এদিন সকালে শহিদদের শ্রদ্ধা জানালেন তৃণমূল সুপ্রিমো।