শনিবারেও পরীক্ষার্থীদের সুবিধায় চালানো হবে অতিরিক্ত মেট্রো

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেই কারণে এবার শনিবারও অতিরিক্ত অতিরিক্ত মেট্রো চালাবে মেট্রো রেল। মেট্রোর তরফ থেকে এমনটাই জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এদিকে মঙ্গলবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এর মাঝে ১৮ মার্চ এবং ২৫ মার্চ দুটি শনিবার পড়ছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে  এই দুই দিন ৮টি বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে এই মেট্রো চলাচল করবে। সাধারণত শনিবার অন্য়ান্য দিনের তুলনায় মেট্রোর সংখ্যা কম থাকে। যেহেতু বহু পরীক্ষার্থীই এই মেট্রোতে যাতায়াত করেন, সে কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। এই ট্রেনগুলি সকাল ১০টা থেকে বেলা ১২টা এবং বেলা ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে চলবে।

একইসঙ্গে এও জানানো হয়েছে যে, সকাল ১০টা থেকে ১২টার মধ্যে চলবে যে চারটি ট্রেন চলবে, প্রথমটি ছাড়বে ৯টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ছাড়বে মেট্রো। যাবে কবি সুভাষ। এরপর আবার ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাবে মেট্রো। অন্যদিকে সকাল ১০টায় কবি সুভাষ থেকে ছাড়বে মেট্রো। যাবে দক্ষিণেশ্বর। এরপর ফের ১০টা ৫৫-য় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে।

এরপর ফের বেলা ৩টে ১০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে। ৪টে ১২ মিনিটে ছাড়বে এই রুটের আরও একটি অতিরিক্ত মেট্রো। অন্যদিকে বেলা ৩টে ৪ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত  যাবে মেট্রো। এই রুটে এরপর ৪টে ১৫ মিনিটেও একটি মেট্রো থাকবে। শনিবার এমনিতে ২৩৪টি মেট্রো আপ ও ডাউনে চলাচল করে। সেগুলি তো থাকছেই। সঙ্গে আরও এই ৪ জোড়া মেট্রো চলবে বলে জানান মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =