বুধবার অনুব্রতর সঙ্গে দেখা হল না আইনজীবীর

গরু পাচার মামলায় এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থে ইডি-র হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আগামী ১০ মার্চ পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমার। তিনি নির্দেশ দিয়েছিলেন, এই ক’দিন অনুব্রতের সঙ্গে আধ ঘণ্টার জন্য দেখা করতে পারবেন তাঁর আইনজীবীরা।তবে বুধবার তাঁর সঙ্গে দেখা করতে যাননি তাঁর আইনজীবী মুদিত জৈন।

এই প্রসঙ্গে আইনজীবী মুদিত জৈন জানান, হোলি উপলক্ষে রাজধানীতে ছুটির মেজাজ বলেই কি তিনি যেতে পারেননি। যদিও এ প্রশ্নের কোনও জবাবে কিছু বলেননি মুদিত। শুধু জানান , ‘বৃহস্পতিবার যাব।’

এদিকে মঙ্গলবার প্রায় ১৯ ঘণ্টার দীর্ঘ টানাপোড়েন শেষে রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বেশ কিছু কথা বলেছেন বিচারক। জানিয়েছেন অসুস্থ অনুব্রতের প্রতি দিন হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নিতে হবে। এবং আধ ঘণ্টা করে তাঁর সঙ্গে কথা বলতে পারবেন আইনজীবীরা। তার পরেও বুধবার অনুব্রতর কাছে তাঁর কোনও আইনজীবীই যাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =