ঢাকুরিয়ার শপিং কমপ্লেক্সে দক্ষিণাপনে অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে খবর, সোমবার বেলা সাড়ে ১২ টা নাগাদ আগুন লাগে একটি শাড়ির দোকানে। শাড়ির দোকানের ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে সহজেই। ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের অন্যান্য দোকানের ব্যবসায়ীরাও। আগুন লাগার এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল পৌঁছানোর আগেই স্থানীয় ব্যবসায়ীরা অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে নিজেরা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে বারোটা নাগাদ ওই শপিং কমপ্লেক্সের একটি শাড়ির দোকানে আগুন লাগতে দেখা যায়। স্থানীয়দের অনুমান এসসি থেকে কোনওভাবে শট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ সম্বন্ধে নির্দিষ্ট করে দমকলের তরফ থেকে কিছুই জানানো হয়নি।
তবে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ‘দুপুর সাড়ে বারোটা নাগাদ দেখলাম ওই শাড়ির দোকানে আগুন ধরে গিয়েছে। কীভাবে আগুন ধরেছে সঠিক বলতে পারব না। তবে আমরা খুব আতঙ্কের মধ্যে পড়ে যাই।’ একইসঙ্গে তাঁরা এও জানান, দোকানের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কারণ, যে দোকানে আগুন লাগে তা দাহ্য বস্তুতে ঠাসা ছিল। আগুন ছড়িয়ে গেলে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হতে পারতো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনায় অনেকটা স্বস্তিতে শপিং কমপ্লেক্সে অন্যান্য ব্যবসায়ীরা।