পিনকন এবং টাওয়ার গ্রুপের তদন্তে নেমে উদ্ধার ১ কোট ২৭ লক্ষ টাকা, দাবি ইডির

পিনকন এবং টাওয়ার গ্রুপ চিটফান্ড সংস্থার তদন্তে গত ১ মার্চ কলকাতার বিশিষ্ট আইনজীবী ও তাঁর আত্মীয়দের বাড়ি, অফিসে তল্লাশি চালানোর পাশাপশি ইডি-র আধিকারিকেরা কলকাতা, হাওড়া, শিলিগুড়ি সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি চালান। এমনকি রাজ্যের বাইরে আগ্রাতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন জায়গায় এই তল্লাশিতেই উঠে আসে মোট ১ কোটি ২৭ লক্ষ টাকা। এছাড়াও কয়েকটি মোবাইল ফোন এবং ল্যাপটপও উদ্ধার করেছেন গোয়েন্দারা, এমনটাই জানানো হয়েছে ইডি-র তরফ থেকে। যে সমস্ত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার হয়েছে, সেগুলি থেকে পিনকন ও টাওয়ার গ্রুপ চিটফান্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি মিলতে পারে এবং এই ঘটনায় আরও কারা জড়িত, তা জানা যেতে পারে বলেও ধারনা করছেন ইডি-র তদন্তকারী আধিকারিকেরা। আর সেই কারণেই পিনকনএবং টাওয়ার গ্রুপ চিটফান্ড সংস্থার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধাকিরেকরা।

পাশাপাশি ইডি সূত্রে এও জানানো হয় যে, মোটা টাকা সুদ দিয়ে বেআইনিভাবে বাজার থেকে প্রচুর টাকা তুলেছে পিনকন এবং টাওয়ার গ্রুপ। তারপর আর জনগণকে টাকা ফেরত দেয়নি। ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, পিনকন এবং টাওয়ার গ্রুপের টাকা একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখেই এবার তল্লাশিতে নেমেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =