শুধু কলকাতাই নয়, বুধবার সকালে হাওড়া জগাছায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি-র আধিকারিকেরা। ইডি- সূত্রে খবর, হিসাব বহির্ভূত মামলাতে এই অভিযান। পাশাপাশি এও জানা গেছে, হাওড়ার জগাছা থানা এলাকাতে টাওয়ার গ্রুপে কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে এদিন হানা দেন ইডি-র আধিকারিকেরা। তবে ইতিমধ্যেই এই মামলাতে তাঁকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।সারদা মামলায় টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চ্যাটার্জি আপাতত জেলে। সেই সংক্রান্ত মামলায় ফের জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে এদিন ইডি- আধিকারিকেরা যআন বলে সূত্রে খবর মিলছে। তবে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ ইডি-র আধিকারিকরা।
প্রসঙ্গত সারদা মামলাতে আর্থিক কেলেঙ্কারির তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। যদিও এই মামলাতে ইতিমধ্যেই জেল খেটেছেন রাজ্যের একাধিক নেতা ও প্রভাবশালীরা। যদিও একাধিক মামলার এখনও পর্যন্ত নিস্পত্তি না হওয়াতে ও তদন্ত ধীর গতিতে চলার জন্য বিভিন্ন সময়ে আদালতকে দেখা যাচ্ছে বিরক্তি প্রকাশ করতেও।