কিমের দেশে হলিউডের ছবি দেখলেই পাঁচ বছরের জেল শিশু-সহ অভিভাবকদেরও

টিভিতে হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে সেই শিশুটিকে পাঁচ বছরের জন্য যেতে হবে জেলে! আর তার মা-বাবাকে ৬ মাস থাকতে হবে বন্দি শিবিরে। এমনই চোখ কপালে তোলা নির্দেশ দিয়েছেন কিম।

কয়েকদিন আগেই ফরমান জারি হয়েছিল, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। এবার জানা গেল কিম রাজার নয়া নির্দেশের কথা। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একজন দক্ষিণ কোরিয়ানের মতো আচরণ করতে দেখলেই সটান ৬ মাসের জন্য জেলে পাঠানো হবে। সে শিশু হোক বা তাদের মা-বাবা। আর হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে পড়তে হবে আরও কড়া শাস্তির মুখে। এর আগেও এই ধরনের ‘অপরাধ’ করলে পড়তে হত কিমের রক্তচক্ষুতে। কিন্তু এতদিন কড়া হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হত। এবার একেবারে হাজতবাসের বন্দোবস্ত।

এর আগে জানা গিয়েছিল, দক্ষিণ কোরিয়ার ড্রামা শো দেখা ও তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =