১৩ মার্চ পর্যন্ত ফের জেল হেপাজতে নওশাদ

‘আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমাদের আইনজীবীরা বুধবার কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকবেন এবং লড়াই করবেন।হাইকোর্টের মহামান্য বিচারপতিরা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীভাবে একজন বিরোধীর কণ্ঠরোধ করা হচ্ছে।’ নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার মামলায় বুধবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার পর আদালত থেকে বের হওয়ার পথে এমনটাই জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এরই পাশাপাশি এও জানান, ‘সারা রাজ্যে বিরোধীদের উপর আক্রমণ চলছে।আমাদের সহযোদ্ধারা বিরোধীদের কণ্ঠরোধ করার বিরদ্ধে মুখে কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন। সরকার প্রতিহিংসা মূলক আচরণ করছে। যেসব ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে আমার কোনও ছবি নেই। এমনকীআইএসএফ কর্মীসমর্থকরাও কোনও মারধর করেনি।’ প্রসঙ্গত, ২১ জানুয়ারি ধর্মতলা থেকে গ্রেপ্তার হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। গ্রেফতারির পর থেকে একাধিক থানায় নওশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। এরপর এদিনও আদালত এদিন নওশাদকে ১৩ মার্চ অবধি জেল হেপাজতের নির্দেশ দেয়।  এদিন নওশাদের আইনজীবী ইয়ালিন রহমান বলেন, ‘নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার মামলায় এদিন নওশাদকে আদালতে পেশ করা হয়েছিল। উনি জেল হেফাজতেই থাকবেন। এখানে আমার জামিনের আবেদন করিনি, কারণ মহামান্য কলকাতা আদালতে বুধবার এই মামলার শুনানি হবে। ওঁনার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।’ এদিকে নওশাদের এই গ্রেপ্তারির পর বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হয়। এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁর গ্রেপ্তারি নিয়ে সরকারকে নিশানা করেন।এখন এই ঘটনায় সবার নজর বুধবারের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =