সোমবার গভীর রাতে আগুন লাগে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের ফিনিসিং বিভাগে। নতুন বছরে এই নিয়ে দ্বিতীয়বার এই অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগার খবর পেতেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে সূত্রে খবর মিলছে, সংবাদ মাধ্যমকে মিলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এদিকে আগুন লাগার কারণ নিয়ে সঠিক তথ্যও এখনও সামনে আসেনি। মিলের শ্রমিকরা জানান, তাঁরা শুনেছেন মিলে আগুন লেগেছে। এর বাইরে কিছু জানেন না।তবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। যে জায়গায় এই জুট মিল অবস্থিত, সেই এলাকাটি ভীষণ সংকীর্ণ ও ঘিঞ্জি। চারিদিকে জালের মতন ছড়িয়ে রয়েছে বিদ্যুতের তার।
স্থানীয় সূত্রে খবর, দমকলের অনেকগুলি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ চালালেও তাঁদের রীতিমত বেগ পেতে হয়। এই বিষয়ে কাঁকিনাড়া স্টেশন অফিসার জানান, ‘আমাদের বেশ কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালিয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রনে করা গিয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে, কিন্তু এখনই বিশদে বলার সময় আসেনি।” তিনি আরও বলেন, “ক্ষয়ক্ষতি প্রচুর হলেও, কারোর আহত হওয়ার খবর এখনও পর্যন্ত নেই।” জুট মিলের এক কর্মচারী জানান, “এই জুট মিলে মাঝে মধ্যে আগুন লাগলেও সেটা এত ভয়ঙ্কর ভাবে লাগে না। কর্মীরাই সেই আগুন আয়ত্তের মধ্যে আনেন। কিন্তু এবারের আগুন এত ভয়াবহ দেখেই দমকলকে খবর দেওয়া হয়। তিনটে ডিপার্টমেন্ট পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছে।’ তবে বারবার কেন এই আগুন এ ব্যাপারে মিল কর্তৃপক্ষ থেকে শুরু করে শ্রমিক সবাই মুখে কুলুপ এঁটেছেন। সবার একই উত্তর, কেউ কিছুই জানেন না। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বললেও সঠিক কি কারনে মিলে আগুন লাগল, সে বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে দমকল ও পুলিশ আধিকারিকরা।