সিবিআই-এর কাছে হাজিরা দিতে চান, এবার গোপন ডেরা থেকে ফোন করে এমনটাই জানালেন গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহে কলকাতায় ফিরে নিজাম প্যালেসে হাজিরা দিতে চান তিনি। একইসঙ্গে তাঁর দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অন্যতম অভিযুক্ত যুবনেতা কুন্তল ঘোষ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে ভুল তথ্য দিচ্ছেন।এই ভুল সংশোধন করতে নিজের কাছে থাকা আসল তথ্য তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আদিকারিকদের এবার জানাতে চান।এদিকে এই সিবিআই আধিকারিক গোপালের কাছে জানতে চান তিনি বর্তমানে কোথায় রয়েছেন, তার উত্তরে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় কিছুই জানাননি গোয়েন্দা আধিকারিককে।সূত্রে খবর, গোপাল বর্তমানে দিল্লিতে রয়েছেন। একইসঙ্গে এও জানিয়েছেন, , সিবিআই-কে জানিয়ে সেবি-র কাজে দিল্লিতে গিয়েছেন। কলকাতায় ফিরে খুব তাড়াতাড়ি সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন। হৈমন্তীও সঠিক সময়ে সামনে আসবেন বলে জানিয়েছেন গোপাল।
গোপাল দলপতি স্বতঃপ্রণোদিত হয়ে গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করলেও এখনও পর্যন্ত হদিশ মিলছে না গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম সাক্ষী গোপাল দলপতি গোপন ডেরা থেকে এক সিবিআই আধিকারিককে ফোন করেছিলেন। সেই কথোপকথনে গোপাল জানান, উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ জেরায় গোয়েন্দাদের কাছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আনেন প্রথম। তাঁর দাবি, টাকা ঢুকেছে গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টেও।এরপরই নিয়োগ কেলেঙ্কারিতে হৈমন্তীকে নিয়ে শুরু হয় চর্চা। এদিকে শুক্রবার হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় হৈমন্তীর পৈতৃক বাড়িতে তাঁর মা ও বোনের দেখা মিললেও হৈমন্তীর কোনও খোঁজ মেলেনি। তবে হৈমন্তীর নামে কোম্পানি খোলা নিয়ে গোপালের দাবি, স্ত্রী কসমেটিক্সের ব্যবসা করতে চাওয়ায় তা খোলা হয়। হৈমন্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলেও দাবি করেন গোপাল।