নির্বাচন কমিশন থেকে এল পঞ্চায়েত ভোটের জন্য ভোটকর্মীদের বিস্তারিত তথ্য তৈরির নির্দেশ। অর্থাৎ জোরকদমে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু প্রশাসনিক মহলে। এদিকে ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য আসন সংরক্ষণের কাজ শেষ হয়েছে, ভোটারদের খসড়া তালিকাও প্রকাশ হয়েছে। এরইমধ্যে ভোট কর্মীদের তালিকা তৈরির জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই কাজে কিছু ফরম্যাটে বদল করারও নির্দেশ এসেছে। সে নির্দেশও পৌঁছে গিয়েছে জেলাশাসকদের কাছে।
এদিকে সূত্রে খবর, এই নির্দেশিকায় বলা হয়েছে, নির্দেশ মেনে যাতে ভোট কর্মীদের তালিকা পাঠানো হয় তার জন্য। এখানেই রাজনীতিবিদদের ধারনা, যে ভাবে ঘটনা এগোচ্ছে তাতে ভোটের যে আর বেশি দেরি নেই সেই ইঙ্গিতই দিচ্ছে নির্বাচন কমিশন। আ যে ভাবে ভোটের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলা হচ্ছে তাতে যে কোনও মুহূর্তে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্টও প্রকাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, শতাংশের বিচারে ২০১৮ সালের তুলনায় এবছর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা বেড়েছে ১১ শতাংশ। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। ২০১৮ সালে ভোটার সংখ্যা ছিল ৫,০৮,৩৫০০২ জন। ২০২৩ সালে তা বেড়ে হচ্ছে ৫,৬৬,৮৬,১১৯ জন। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭।