কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক। শুক্রবার বেলা সোওয়া ১২টা নাগাদ দক্ষিণশ্বের থেকে নিউ গড়িয়গামী মেট্রোয় শুক্রবার আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রে খবর, রবীন্দ্র সদন স্টেশনে মেট্রোর রেক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এই ঘটনায় মেট্রোয় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও খুব দ্রুত তাঁদের মেট্রো থেকে বাইরে বের করে আনা হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এরপর ওই রেকটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিউ গড়িয়া অবধি পৌঁছে দেওয়ার জন্য নতুন রেকও নিয়ে আসা হয় বলে মেট্রো সূত্রে খবর। পুরো ঘটনাটি হতে সময় লাগে ১৫-২০ মিনিট।এরপই স্বাভাবিক হয় মেট্রো চলাচল। তবে কী কারণে ওই রেক থেকে ধোঁয়া বের হল, তা জানা যায়নি।
এই প্রসঙ্গে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘এটা এমন কোনও বড় ঘটনা নয়। সামন্য ধোঁয়া বের হচ্ছিল। কোনও ঝুঁকি না নিয়ে যাত্রীদের বের করে আনা হয়েছে। যাত্রীদের অসুরক্ষিত থাকার কোনও প্রশ্ন নেই। কেন ধোঁয়া বের হল তা খতিয়ে দেখতে হবে। সম্ভবত কোনও প্রযুক্তিগত ত্রুটি থেকেই এই ঘটনা ঘটেছে।’