মত্ত হাতি পিষে দিল মাধ্যমিক পরীক্ষার্থীকে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই গজলডোবায় হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতের নাম অর্জুন দাস। এদিনের এই ঘটনায় গোটা শোকের ছায়া রাজ্য জুড়ে। ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উত্তরকন্যা থেকে বিমানবন্দরে যাওয়ার আগে জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ‘এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। কিছু ঘটনা আমাদের কারও হাতে থাকে না। কেউ ভাবেওনি এমন কিছু হবে।’

সূত্রে খবর, বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পরীক্ষাকেন্দ্র কেবলপাড়া জুনিয়র হাইস্কুল। জঙ্গল লাগোয়া রাস্তা উজিয়েই যেতে হয় পরীক্ষাকেন্দ্রে। সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকি মারি এলাকায় এক দাঁতালের সামনে পড়ে যায় অর্জুন। পালানোর আগেই পিষে দেয় হাতিটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অর্জুনের। এই ঘটনার খবর পেতেই মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে নির্দেশ দেন, মৃত পরীক্ষার্থীর বাড়িতে যাওয়ার। শুধু জেলাশাসক-ই নন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ি সিটি পুলিশের কমিশনার অখিলেশ চতুর্বেদীও যান অর্জুনের বাড়িতে।

জীবনের সব থেকে বড় পরীক্ষার দিন ছেলের মৃত্যু ভেঙে পড়েছেন মা সুমিত্রা দাস। মৃত ছাত্রের বাড়ি সামনে দাঁড়ালেই ভেসে আসছে কান্নার রোল। জানা গিয়েছে, পুত্র বিয়োগের শোকে তাঁর শারীরিক অবস্থার দ্রতু অবনতি হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শাররিক অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য হেলিকপ্টার করে কলকাতায় নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল টিম মৃতের মায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেছে। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু এই প্রসঙ্গে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সরকারের নিয়ম মেনেই আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য জঙ্গল এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানো হবে। প্রয়োজনে বনকর্মীরা তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। পরীক্ষার্থীদের পৌছানোর জন্য সাহায্য করবে।‘ অন্যদিকে উত্তরবঙ্গের বনবিভাগের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ জানান, ‘হাতির হানার আশঙ্কা রয়েছে স্পর্শকাতর এলাকায়। আমরা সেখানে বনকর্মীদের নিয়োগ করছি। নজরদারি বাড়ানো হচ্ছে।‘ এদিকে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেখ কুমার চতুর্বেদী এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘সকালে একটা দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী নির্দেশে একটি মেডিক্যাল টিম ওই মহিলাকে পরীক্ষা করে। প্রয়োজনে এয়ারলিফ্ট করে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সব ধরনের ব্যবস্থা করা হবে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =