আসানসোল জেলা হাসপাতালে কেষ্ট, ওজন কমল মোট ২৪ কেজি

আসানসোল: শারীরিক সমস্যা নিয়ে আসানসোল জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এসেছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। জেল থেকে বের হওয়ার সময় এবং হাসপাতালে ঢোকার পথে তিনি সংবাদমাধ্যমকে জানান শারীরিক অবস্থা তার ভালো নেই। প্রায় এক ঘণ্টার ওপর হাসপাতালে ইমার্জেন্সির পাশে স্পেশ্যাল অবজারভেশন রুমে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। এই প্রসঙ্গে সাময়িক দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল সুপার উত্তমকুমার রায় বলেন, এই মুহূর্তে ওনাকে ভর্তি করার মতো ইমার্জেন্সি নেই বা উনি নিজেও ভর্তির ব্যাপারে কিছু বলেননি। ওনার ফিসচুলার সমস্যা ছিল তা চিকিৎসা করে ঠিক করে দেওয়া হয়েছে। বাকি সবই স্বাভাবিক রয়েছে। সোমবার অনুব্রত মণ্ডলের ওজন করে দেখা যায় তার ওজন বর্তমানে ৯১ কেজি। শরীরের সুগারের পরিমাণ ১১১ মিলিগ্রাম ও প্রেসার ১৩০/ ৮০। পালস রেট ৮৩। অক্সিজেনের মাত্রা ৯৯।
ইতিমধ্যেই, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নভেম্বর মাসে যখন অনুব্রত মণ্ডল এসেছিলেন তখন তার ওজন ছিল ১০০ কেজি অর্থাৎ এই তিন মাসে আরো ৯ কেজি ওজন তার কমেছে। অগস্ট মাসে তিনি যখন প্রথম এসেছিলেন তখন ওজন ছিল ১১৫ কেজি। অর্থাৎ জেলে আসার পর মোট ২৪ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =