মঙ্গলবার জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক শুভেন্দু সাহা। আর তা খারিজ হয় প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতেই। এদিন, বিচারক জানান, অভিযুক্তের আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রাথমিক সত্যতা মিলেছে। কেস ডায়েরিতে যে ধরনের তথ্য রয়েছে তাতে যথেষ্ট তথ্য আছে। গত ৬ মাসের তদন্তে অভিযুক্তের ভূমিকা উঠে এসেছে এবং কেস ডায়েরিতে থাকা বয়ান থেকে পার্থর এই স্ক্যামের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা জোরালো হয়েছে। এরই পাশাপাশি বিচারক এও জানান, এটা বলার অপেক্ষা রাখে না যে অভিযুক্ত একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। ফলে তদন্ত প্রভাবিত করা এবং তথ্যপ্রমাণ লোপাটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে বিবেচনা পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করা হল।
এদিকে ব্যাঙ্কশাল আদালত সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই ব্যাঙ্কশাল আদালতে চলছিল পার্থ-র মামলার শুনানি। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি প্রভাবশালী তত্ত্ব খাড়া করে বিচারকের সামনে বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় প্রথম থেকেই প্রভাবশালী। গ্রেফতারের পরও তাঁর প্রভাব দেখতে পাওয়া গিয়েছে। নিজের অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীর নাম দিয়েছিলেন। কোনটা উদ্যেশ্যপ্রণোদিত বোঝাই যাচ্ছে।’ এদিকে আবার এদিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেও তা প্রত্যাহার করে নেন পার্থর আইনজীবী জীবনকৃষ্ণ শ্রীবাস্তব।।
এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এও জানান, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে ইডি। উনি সম্পূর্ণ সহযোগিতা করেন। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়ার অপরাধে আমার মক্কেলকে গ্রেপ্তার করা হয়। এরপর বলা হচ্ছে, তাঁরা দলবদ্ধভাবে অপরাধে যুক্ত। অথচ ওঁকে একা জেল হেপাজতে রাখা হচ্ছে। এমনকী বিধায়ক আইনও দেওয়া হয়নি। ইডি-র এক্তিয়ার নেই এই ধরনের মামলা দেওয়ার। এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইডির ধারণার উপর কেস শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হোক। তদন্ত চলুক। সব রকম সাহায্য করা হবে।‘
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর যুক্তিতে পাল্টা ইডির আইনজীবী জানান, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ও মামলা থেকে অব্যহতির জন্য আবেদন দুটোই ইন্টারলিংক অর্থাৎ একটা আরেকটার সঙ্গে যুক্ত রয়েছে। আগে ঠিক করুন কোন আবেদনের শুনানি হবে। বিচারক এরপর পার্থর আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন,পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ও ডিসচার্জ জন্য শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার। এখানে দুটি পিটিশন থাকার কথা।’