বিমান বন্দরে যাত্রীর মোবাইল, জ্যাকেট, ট্রাউজার থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা

কলকাতা: বিমানে উঠবেন যাত্রী। তার আগে বিমান বন্দরে কর্তব্যরত আধিকারিকের সন্দেহ হয় মোবাইলের কভার দেখে। মোবাইলটিও দেখতে চান। তাতেই ঝুলি থেকে বের হয় বেড়াল। ওই মোবাইলের কভারেই লুকানো ছিল ২৪ লক্ষ ৬০ হাজার টাকার ‘সম্পত্তি’। কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা উদ্ধার করল সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)। উদ্ধার হল মোটা অঙ্কের ডলার। আটক কার হয় তিন বাংলাদেশি যাত্রীকে। ধৃতদের নাম শফিকুল ইসলাম, মহম্মদ নাসিরুদ্দিন, ফিরোজ আলম।
বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৫.৪৫ মিনিটে কলকাতা থেকে ঢাকাগামী বিমান যাওয়ার সময়ে তল্লাশি চালাচ্ছিলেন আধিকারিকরা। ব্যাগেজ স্ক্রিনিংয়ের সময়ে সন্দেহ জনক বস্তু দেখতে পান সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা। যাত্রী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালান আধিকারিকরা। জানা যাচ্ছে তাঁর দুটি মোবাইল ফোনের মধ্যে লুকানো ছিল মার্কিন ডলার। ভারতে যার আনুমানিক মূল্য ২৪ লক্ষ ৬০ হাজার টাকা। তাঁর কাছ থেকেই আরও দুজন যাত্রীর নাম জানতে পারেন আধিকারিকরা।সেই সূত্র ধরেই তল্লাশি চলে। মহম্মদ নাসির উদ্দিন নামে আর এক জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর জ্যাকেটের ভিতর থেকে কানাডিয়ান ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় তা ১১ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা। আবার তাঁর কাছ থেকেই যাত্রী ফিরোজ আলমের খোঁজ পান আধিকারিকরা। তাঁরও ব্যাগে তল্লাশি চালিয়ে ট্রাউজারের পকেট থেকে ইউএসডি উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২৮ লক্ষ ৭০ হাজার টাকা। তিন জনকে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ওই তিন বাংলাদেশি যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক দফতরের আধিকারিকরা। বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার উৎস কোথায়? সেটাই জানার চেষ্টা করছেন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 7 =